ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা,খরচ, টিউশন ফি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা,খরচ, টিউশন ফি

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP) বাংলাদেশের অন্যতম স্বনামধন্য জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি যা ১০ম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টি চার বছর মেয়াদী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ নিয়ে ১৯৯৬ সালে “প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-১৯৯২” নিয়মানুযায়ী প্রাথমিক কার্যক্রম শুরু করে ।

আরো বিভিন্ন ভার্সিটি সম্পর্কে জানুন

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP), বাংলাদেশের রাজধানী কেন্দ্রীয় এলাকা ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত এবং বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ৭৪/এ, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা-১২০৫, বাংলাদেশ এলাকায় অবস্থিত ।

আজকের এই আর্টিকেলটিতে আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP)এর সকল তথ্য সম্পর্কে জানব।যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025 ,সাবজেক্ট লিস্ট ,বিভিন্ন ল্যাব ফি,উপাচার্যের তালিকা,প্রতি সেমিস্টার ক্রেডিট,কয়টি সেশন,নূন্যতম কত জিপিএ লাগে এবং মোট খরচ সম্পর্কে ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত,ক্যাম্পাস, ঠিকানা ,মোট সিট, বিশ্ববিদ্যালয়টি বিবিএ – এর জন্য ভালো কিনা ,এর রেঙ্কিং কত ইত্যাদি সম্পর্কে জানতে পারবো।তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যায়।

সূচিপত্র

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সাবজেক্ট লিস্ট

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বিভাগ সমূহ ,স্নাতক প্রোগ্রাম সমূহ, ও স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহ নিম্নে টেবিল আকারে উপস্থাপন করা হলো –

বিভাগের নামস্নাতক (অনার্স) প্রোগ্রামস্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম
স্থাপত্য (Architecture)ব্যাচেলর অব আর্কিটেকচার (B.Arch)নেই
পুরকৌশল (Civil Engineering)বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিংএম.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE)বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংএম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংনেই
ফার্মেসি (Pharmacy)ব্যাচেলর অব ফার্মেসিনেই
ব্যবসায় প্রশাসন (Business Administration)ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)এমবিএ (MBA), এক্সিকিউটিভ এমবিএ (EMBA)
ইংরেজি (English)বি.এ. (অনার্স) ইন ইংরেজিএম.এ. ইন ইংরেজি
আইন (Law)এল.এল.বি (অনার্স)এল.এল.এম (LL.M)

এছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অন্যান্য স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহ

স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহ
1.ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ)
2.ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এক্সিকিউটিভ এমবিএ)
3.পুরকৌশল ও পরিবেশ প্রকৌশলে স্নাতকোত্তর (এমসিই)
4.কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতকোত্তর (এমসিএসই)
5.ইংরেজিতে স্নাতকোত্তর (১ বছর)
6.ইংরেজিতে স্নাতকোত্তর (২ বছর)
7.আইনে স্নাতকোত্তর (নিয়মিত)
8.ফার্মাসিউটিক্যাল প্রযুক্তিতে স্নাতকোত্তর (থিসিস)
9.ফার্মাসিউটিক্যাল প্রযুক্তিতে স্নাতকোত্তর (নন-থিসিস)

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি যোগ্যতা

B.Sc. in CSE/EEE/Civil Engineering ক্ষেত্রে :

এসএসসি ও এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় একত্রে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
এইচএসসি তে পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকতে হবে এবং এসএসসি তে রসায়ন থাকতে হবে (আবশ্যক)

B.Arch ক্ষেত্রে :

এসএসসি ও এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় একত্রে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া সহ মুক্ত হস্ত অঙ্কনে দক্ষতা থাকতে হবে।

Bachelor of Pharmacy ক্ষেত্রে :

এসএসসি ও এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় একত্রে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।এছাড়াও এইচএসসিতে পদার্থবিজ্ঞান ,রসায়ন ,জীববিজ্ঞান ও গণিতের চারটি বিষয় থাকতে হবে।

BBA, B.A. in English, LL.B ক্ষেত্রে :

এসএসসি ও এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় একত্রে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।এক্ষেত্রে যেকোনো বিভাগ থেকে আবেদন করা যাবে ।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি খরচ

Universityঅব এশিয়া প্যাসিফিক স্নাতক প্রোগ্রামের খরচ

প্রোগ্রামের নামমোট ক্রেডিটপ্রতি ক্রেডিট ফি (BDT)মোট টিউশন ফি (BDT)আনুমানিক সর্বমোট খরচ (BDT)
আর্কিটেকচার (B.Arch)1822,5009,06,000 Tk10,78,700 Tk
সিভিল ইঞ্জিনিয়ারিং1612,5008,02,500 Tk9,78,700 Tk
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE)1472,5007,35,000 Tk8,28,700 Tk
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং1512,5007,55,000 Tk8,48,700 Tk
ফার্মেসি (Bachelor of Pharmacy)1623,0009,72,000 Tk10,65,700 Tk
ব্যবসায় প্রশাসন (BBA)1292,5006,45,000 Tk7,38,700 Tk
ইংরেজি (BA in English)1232,5006,15,000 Tk7,08,700 Tk
আইন (LLB Honours)1442,5007,20,000 Tk8,13,700 Tk

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক স্নাতকোত্তর প্রোগ্রামের খরচ

প্রোগ্রামের নামমোট ক্রেডিটপ্রতি ক্রেডিট ফি (BDT)মোট টিউশন ফি (BDT)সর্বমোট আনুমানিক খরচ (BDT)
এমবিএ (MBA)604,5002,70,000 Tk3,12,200 Tk
এক্সিকিউটিভ এমবিএ (EMBA)425,0002,10,000 Tk3,42,200 Tk
এম.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (M.Sc. in Civil Engg.)364,5001,62,000 Tk1,87,700 Tk
এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)364,5001,62,000 Tk1,87,700 Tk
এম.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)364,5001,62,000 Tk1,87,700 Tk
এম.এ. ইন ইংরেজি / লিঙ্গুইস্টিকস অ্যান্ড ELT362,50090,000 Tk1,15,700 Tk
মাস্টার অব লজ (LL.M)362,50090,000৳1,18,700 Tk
মাস্টার অব হিউম্যান রাইটস (MHR)541,66790,000 Tk67,700 Tk
এম.ফার্ম (General – ফার্মাসিউটিক্যাল টেকনোলজি)305,3331,60,000 Tk1,87,700 Tk
এম.ফার্ম (Thesis – ফার্মাসিউটিক্যাল টেকনোলজি)306,3331,90,000 Tk2,17,700 Tk
এম.ফার্ম (General – ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি)365,0001,80,000 Tk2,07,700 Tk
এম.ফার্ম (Thesis – ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি)366,1112,20,000 Tk2,47,700 Tk

university of asia pacific Other ল্যাব ফি সমূহ

তথ্যস্নাতকস্নাতকোত্তর
ভর্তি ফি৳২১,৫০০/-৳২৫,০০০/-
আবেদন প্রক্রিয়া ফি৳১,২০০/-৳১,২০০/-
ইন্টার্নশিপ ফি৳১০,০০০/- (শুধুমাত্র BBA প্রোগ্রামের জন্য)৳১০,০০০/- (শুধুমাত্র MBA প্রোগ্রামের জন্য)
সমাবর্তন রেজিস্ট্রেশন ফি৳৬,০০০/-৳৬,০০০/-
কম্পিউটার ল্যাব ফি৳৩,০০০/-৳৩,০০০/-
লাইব্রেরি ফি৳৩,০০০/-৳৩,০০০/-

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক রেংকিং?

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (SIR)-২০২২অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় (UAP) কে ২য় এবং বিশ্ববিদ্যালয়টিকে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৮তম স্থান দেওয়া হয়েছে ।এছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) এর বিশ্ব র‍্যাঙ্কিং ৭২৯ তম এবং এশিয়া র‍্যাঙ্কিং ৩৩৩ তম।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় কি ইউজিসি অনুমোদিত?

asia pacific বিশ্ববিদ্যালয় এর পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন কি?

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APUTI) হচ্ছে মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং যা এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (APIIT) নামে অভিহিত করা হয়।

ইউনিভার্সিটি অফ প্যাসিফিক কি ভালো বিশ্ববিদ্যালয়?

asia pacific ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টকটনের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি । এটি ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১২০১-১৪০০ নম্বরে রয়েছে।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এর পুরো নাম কি?

Asia Pacific University (APU) | Top 2.1% Universities Worldwide

asia প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এর পুরো নাম হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন  (APU / APIIT) |

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পরিচালক কে?

অ্যান্ড্রু সেডন,এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU / APIIT) এর পরিচালক বা সিনিয়র ডিরেক্টর হলেন অ্যান্ড্রু সেডন ।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর চেয়ারম্যান কে?

 ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসের বর্তমান চেয়ারপারসন হলেন মোহাম্মদ আলাউদ্দিন ।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত?

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে ১৩০ টিরও বেশি দেশের ১২,০০০ এরও বেশি শিক্ষার্থী এখানে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ ও টিউশন ফি ২০২৫

About Nahin

আমি নাহিন রহমান একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি। লেখালিখির প্রতি গভীর আগ্রহ এবং অনুপ্রেরণার ভিত্তিতে প্রতিষ্ঠিত আমার ওয়েবসাইট UpdateBanglaNews.com পাঠকদের জন্য নিয়মিত প্রকাশ করে থাকে শিক্ষামূলক, প্রযুক্তিগত, চাকরির খবর, খেলাধুলা, ধর্মীয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য ও সংবাদ। আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বিশ্বাসযোগ্য ও সময়োপযোগী তথ্য সরবরাহের মাধ্যমে পাঠকদের জ্ঞানবৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধি করা।

View all posts by Nahin →

One Comment on “ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা,খরচ, টিউশন ফি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *