বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার তার সঙ্গে দেখা গেছে ছেলে শেহজাদ খান বীর ও অভিনেত্রী শবনম বুবলীকে। সম্প্রতি নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, একটি কালো গাড়ি থেকে নেমে পার্কের দিকে হাঁটছেন শাকিব, বীর এবং বুবলী। শাকিব ছেলের হাত ধরে সামনে এগোচ্ছেন, পেছনে রয়েছেন বুবলী। দৃশ্যত, তারা ব্যস্ত মহানগরের কোলাহল এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটাতে রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন।
আরও পড়ুন ঢাকায় সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার
জানা যায়, যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য ছিল ছোট ছেলে বীরকে সময় দেওয়া। তবে বুবলী ও শাকিব দুজনেই এই সফরের তারিখ ও পরিকল্পনা গণমাধ্যমের আড়ালে রেখেছিলেন। দীর্ঘদিন পর আবারও পরিবারের এই মুহূর্ত প্রকাশ্যে আসায় ভক্তদের আগ্রহ বেড়েছে।
এর আগেও, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্কসহ বিভিন্ন শহর ঘুরে দেখা এবং পারিবারিক সময় কাটান তিনি। সে অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” একইসঙ্গে তিনি ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিচ্ছে। বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে কয়েকদিন ছেলেকে সময় দেবেন বলে জানা গেছে। এরপর আগস্ট মাসের মধ্যেই তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
