শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুর নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়. শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় হলো ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় অবস্থিত প্রথম এবং একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন লাভ করে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষা ও আর্থিক অগ্রসরতার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টির অধ্যয়ন ব্যয় সর্বনিম্ন পর্যায়ের নামিয়ে আনে যাতে দরিদ্র পরিবারের মেধাবী সন্তানরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ যোগ্যতা,খরচ, টিউশন ফি
আজকের এই আর্টিকেলটিতে আমরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সম্পর্কে জানব ।বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025 ,সাবজেক্ট লিস্ট ,বিভিন্ন ল্যাব ফি,উপাচার্যের তালিকা,প্রতি সেমিস্টার ক্রেডিট,কয়টি সেশন,নূন্যতম কত জিপিএ লাগে এবং মোট খরচ সম্পর্কে । এছাড়াও বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত,ক্যাম্পাস, ঠিকানা ,মোট সিট, বিশ্ববিদ্যালয়টি বিবিএ – এর জন্য ভালো কিনা ,এর রেঙ্কিং কত ইত্যাদি সম্পর্কে জানতে পারবো।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
জনপ্রিয় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন: শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়)‑এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে সামারি (গ্রীষ্মকালীন) সেমিস্টার (জুলাই–ডিসেম্বর ২০২৫) এর জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এখনো কোনো অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি
২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
অনুষদ | বিভাগসমূহ |
ইঞ্জিনিয়ারিং অনুষদ | -কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) – ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) |
বিজ্ঞান অনুষদ | -গণিত (Mathematics) |
ব্যবসায় প্রশাসন অনুষদ | -ব্যবস্থাপনা (Management) |
সামাজিক বিজ্ঞান অনুষদ | -সমাজকর্ম (Social Work) |
কৃষি ও জীবন বিজ্ঞান অনুষদ | -মাৎস্যবিজ্ঞান (Fisheries) |
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ | -বাংলা (Bangla) – ইংরেজি (English) – অর্থনীতি (Economics) – ফাইন আর্টস (Fine Arts) – তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা (Information Science and Library Management) |
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা,খরচ, টিউশন ফি
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
A ইউনিট -বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে-
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম GPA -3.50থাকতে হবে।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট GPA – 8.00 হতে হবে। শর্তসাপেক্ষ গণিত বিষয়ে এইচএসসিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে এবং GST A ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
B ইউনিট -মানবিক বিভাগের ক্ষেত্রে-
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম GPA -3.00থাকতে হবে।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট GPA – 6.00 হতে হবে।শর্তসাপেক্ষ GST B ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
C ইউনিট -ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে-
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম GPA -3.00থাকতে হবে।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট GPA – 6.50 হতে হবে।শর্তসাপেক্ষ GST C ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় পড়ার খরচ
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় পড়াশোনার সকল খরচ যেমন টিউশন ফি (প্রতি ক্রেডিট),মোট ফি,ভর্তি ফি,ভর্তি ফি কম্পিউটার/ভাষা ল্যাব ফি,বিজ্ঞান ল্যাব ফি,বার্ষিক চার্জ ,কার্যকলাপ ফি ,রেজিস্টেশন ফি ,লাইব্রেরি ফি ইত্যাদি সকল ল্যাব ফিসহ সকল খরচ নিম্নে পর্যায়ক্রমে টেবিল অনুসারে উপস্থাপন করা হলো:
প্রোগ্রাম | মোট ক্রেডিট | টিউশন ফি (প্রতি ক্রেডিট) | মোট ফি |
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) | 168 | ১,৫০০ (প্রতি ক্রেডিট) | ২,৬৪,০০০ টাকা |
বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) | 166 | ১,৫০০ (প্রতি ক্রেডিট) | ২,৫৯,০০০ টাকা |
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) | 141 | ১,২০০ (প্রতি ক্রেডিট) | ২,০৩,০০০ টাকা |
ব্যাচেলর অব ল’ (অনার্স) | 145 | ১,২০০ (প্রতি ক্রেডিট) | ২,৫০,০০০ টাকা |
ইংরেজি (অনার্স) | 141 | ১,২০০ (প্রতি ক্রেডিট) | ২,২৪,০০০ টাকা |
অর্থনীতি (অনার্স) | 141 | ১,০০০ (প্রতি ক্রেডিট) | ১,৭৪,০০০ টাকা |
রাষ্ট্রবিজ্ঞান (অনার্স | 141 | ১,০০০ (প্রতি ক্রেডিট) | ১,৭৪,০০০ টাকা |
ডিপ্লোমা ইন লাইব্রেরি ম্যানেজমেন্ট | 40 | ১,০০০ (প্রতি ক্রেডিট) | ৬১,০০০ টাকা |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় বিভাগ অনুযায়ী ভর্তি ফি
সিএসই(CSE ),ইইই(EEE),ফিশারিজ (FIS),ভূতত্ত্ব (GEO),গণিত (MATH),ব্যবস্থাপনা(MGT),সমাজকর্ম (SOW) বিভাগসমূহের ভর্তি ফি নিচে উল্লেখ করা হলো
বিভাগ | ভর্তি ফি |
সিএসই(CSE ) | ২২,২২০ টাকা |
ইইই(EEE) | ২২,২২০ টাকা |
ফিশারিজ (FIS) | ২২,২২০ টাকা |
ভূতত্ত্ব (GEO) | ২২,২২০ টাকা |
গণিত (MATH) | ১৮,৭২০ টাকা |
ব্যবস্থাপনা(MGT) | ১৮,৭২০ টাকা |
সমাজকর্ম (SOW) | ২০,৭২০ টাকা |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ল্যাব ফি সমূহ
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কম্পিউটার/ভাষা ল্যাব ফি,বিজ্ঞান ল্যাব ফি,বার্ষিক চার্জ ,কার্যকলাপ ফি ,রেজিস্টেশন ফি ,লাইব্রেরি ফি ইত্যাদি সকল ল্যাব ফি সমূহ নিচে উল্লেখ করা হলো
তথ্য | ফি |
কম্পিউটার/ভাষা ল্যাব ফি | ৫০০–১,০০০ টাকা (প্রতি সেমিস্টারে) |
বিজ্ঞান ল্যাব ফি | ১,০০০–১,৫০০ টাকা (প্রতি সেমিস্টারে) |
বার্ষিক চার্জ | ১,০০০–২,০০০ টাকা (প্রতি বছর) |
কার্যকলাপ ফি | ৫০০–১,০০০ টাকা (প্রতি সেমিস্টারে) |
রেজিস্ট্রেশন ফি | ৫০০–১,০০০ টাকা (প্রতি সেমিস্টারে) |
লাইব্রেরি ফি | ৫০০–১,০০০ টাকা (প্রতি সেমিস্টারে) |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় উপাচার্যের তালিকা সমূহ
উপাচার্য | দায়িত্ব কাল |
অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ | ১৯ নভেম্বর ২০১৮-১৮ নভেম্বর ২০২২ সাল পর্যন্ত |
অধ্যাপক ড. কামরুল আলম খান | ১২ ডিসেম্বর ২০২২-১১ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত |
অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান | ২৭ অক্টোবর ২০২৪-বর্তমান |
বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী ছিল?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম ছিল বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব ,যাকে বঙ্গমাতাও বলা হয়।
Bsfmstu এর পূর্ণরূপ কি?
Bsfmstu এর পূর্ণরূপ হলো :বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা?
২৬ মার্চ ১৯৭১ ভোরবেলায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন, এবং যা পরবর্তীতে শেখ মুজিবের পক্ষে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সম্প্রচার করেন। এবং যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটায়।
শেখ মুজিবের প্রথম সন্তান কে ছিলেন?
শেখ মুজিবের প্রথম সন্তান শেখ কামাল ।যিনি ৫ আগস্ট ১৯৪৯ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ সাল পর্যন্ত ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং সামরিক কর্মকর্তা। এছাড়াও শেখ কামাল ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান এবং শেখ হাসিনার ছোট ভাই, এবং পরবর্তীতে তিনি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন।
শেখ কামালের বৌয়ের নাম কি?
শেখ কামালের স্ত্রীর নাম সুলতানা আহমেদ ।১৯৭৫ এর ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে শেখ কামালের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।এবং এ থেকে তিনি সুলতানা কামাল নামে পরিচিত।
শেখ পরিবারের মুক্তিযোদ্ধা কে ছিলেন?
শেখ পরিবারের মুক্তিযোদ্ধা ছিলেন শেখ কামাল, শেখ জামাল এবং শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা ছিলেন।
বঙ্গবন্ধুর স্ত্রীর ধর্ম কি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বাঙালি মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ জহুরুল হক এবং মা শেখ হুসনে আরা বেগম।
বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা শেখ আবদুল মজিদ তার নামকরণ করেন “শেখ মুজিবুর রহমান”।এবং ছোটবেলা বঙ্গবন্ধুর ডাক নাম ছিল “খোকা”।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় কত একর এলাকা জুড়ে বিস্তৃত?
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ২৭,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত ।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোথায় অবস্থিত ?
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় হলো ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় অবস্থিত ।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসটি জামালপুর শহরের নায়াপাড়া, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত ।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় এর নূন্যতম যোগ্যতা কি কি?
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম GPA -3.50থাকতে হবে।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট GPA – 8.00 হতে হবে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় সেমিস্টার সিস্টেম কি?
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ৪ বছর মেয়াদি এবং মোট

আমি নাহিন রহমান একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি। লেখালিখির প্রতি গভীর আগ্রহ এবং অনুপ্রেরণার ভিত্তিতে প্রতিষ্ঠিত আমার ওয়েবসাইট UpdateBanglaNews.com পাঠকদের জন্য নিয়মিত প্রকাশ করে থাকে শিক্ষামূলক, প্রযুক্তিগত, চাকরির খবর, খেলাধুলা, ধর্মীয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য ও সংবাদ। আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বিশ্বাসযোগ্য ও সময়োপযোগী তথ্য সরবরাহের মাধ্যমে পাঠকদের জ্ঞানবৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধি করা।