ফ্রান্সসহ চার দেশে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমে অনুমতি পেলো ইসি

ফ্রান্সসহ চার দেশে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমে অনুমতি পেলো ইসি


নির্বাচন কমিশন (ইসি) এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চালানোর জন্য সরকারের অনুমোদন পেয়েছে।

আরো পড়ুন: অনলাইনে এনআইডি বা ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করবেন যেভাবে

বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এই কার্যক্রমের সম্মতি পাওয়া যায়। বর্তমানে ইসি দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন সেবা দিচ্ছে।

এসব দেশ হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছেন।

আরো পড়ুন: মাত্র ১ মিনিটে সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

প্রবাসীদের জন্য আবশ্যিক তথ্য
বিদেশ থেকে ভোটার হতে হলে অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি কিছু নথি জমা দিতে হবে।

এর মধ্যে রয়েছে—বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যয়ন, অনলাইন জন্মনিবন্ধন এবং পাসপোর্ট সাইজ ছবি। এসব নথি সংশ্লিষ্ট দূতাবাসে জমা দিতে হবে।

আরো পড়ুন: এনআইডি হারালেও থানায় জিডি করতে হবে না: ইসি

বিশেষ কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্রও প্রয়োজন হতে পারে। যেমন: শিক্ষাগত সনদ, পিতা-মাতার এনআইডি, মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল বা বাড়ি ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি।

যেসব তথ্য সরাসরি বিদেশে জমা দেওয়া সম্ভব নয়, সেগুলো দেশে আত্মীয়স্বজনের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা অফিসে জমা দেওয়া যাবে।

সব তথ্য যাচাই-বাছাইয়ের পর আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং তার এনআইডি দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *