এশিয়া ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে t20 পুরুষ এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ সময়সূচি প্রকাশিত হয়েছে ,এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ।
এই টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বমোট আটটি দল অংশগ্রহণ করবে এবং এই দলগুলোকে A গ্রুপ এবং B গ্রুপ আকারে সাজানো হয়েছে এই ২টি গ্রুপের মধ্যে সর্বমোট ১৯ টি ম্যাচ সংঘটিত হবে ।
১৮ টি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা আট টায় শুরু হবে এবং একটি ম্যাচ শুধুমাত্র বাংলাদেশি সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে। সবগুলি ম্যাচ দেখার জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস আসন্ন টি২০ সিরিজের স্কোয়াড ও সময়সূচি ২০২৫
এশিয়া কাপ ২০২৫ কোন দেশে হবে
ক্রিকেট জগতে নতুন আলোড়ন সৃষ্টিকারী এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতে (UAE) এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মূলত সবগুলো ম্যাচ আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি-এই দুই শহরের স্টেডিয়ামে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC)।
অর্থাৎ ২০২৫ সালের পুরুষ এশিয়া ক্রিকেট কাপ সম্পূর্ণ হোস্ট করছেন সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপ ২০২৫ সময়সীমা ও আয়োজক দেশ
- সময়সীমা: ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর (GMT সময়)
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত (UAE), ভেন্যুগুলোর মধ্যে রয়েছে দুবাই ও আবুধাবি
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ A গ্রুপ এবং B গ্রুপ পর্ব
এই টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ এ ৮টি দল অংশগ্রহণ করবে তার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান,বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC) এই আটটি দলকে এ গ্রুপ এবং বি গ্রুপ দুইটি গ্রুপে বিভক্ত করেছে নিচে কোন দল কোন গ্রুপে রয়েছে বিস্তারিত আলোচনা করা হলো
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ গ্রুপ এ
দলের নাম | ICC T20 Ranking | সংক্ষেপচিত্র |
ভারত | 01 | ![]() |
পাকিস্তান | 08 | ![]() |
সংযুক্ত আরব আমিরাত | 15 | ![]() |
হংকং | 24 | ![]() |
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ গ্রুপ বি
দলের নাম | ICC T20 Ranking | সংক্ষেপচিত্র |
শ্রীলঙ্কা | 07 | ![]() |
আফগানিস্তান | 09 | ![]() |
বাংলাদেশ | 10 | ![]() |
ওমান | 20 | ![]() |
পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেট এশিয়া কাপ ২০২৫ সময়সূচি
পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেট এশিয়া কাপ ২০২৫ সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই t20 এশিয়া কাপে সর্বমোট ১৯ টি ম্যাচ সংঘটিত হবে সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি শহরে Sheikh Zayed Stadium, এবং দুবাই শহরে Dubai International Cricket Stadium এ অনুষ্ঠিত হবে।
১৯ টিম্যাচের মধ্যে ১৮টি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় শুরু হবে শুধুমাত্র ১৫ তারিখ (UAE vs ওমান) একটি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে।
ব্রি দ্রঃ গ্রুপের খেলা গুলো সম্পূর্ণ হওয়ার পর Super Four, সেমিফাইনাল, ফাইনাল কোন দলের সাথে কোন দল খেলবে এ সকল আপডেট আমরা আমাদের এই টেবিলে দিয়ে দিব আপনারা অবশ্যই এই টেবিল থেকে দেখে নিতে পারবেন।

এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন তালিকা (১৯৮৪–২০২৩) আপডেট ২০২৫
এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দেশ হল ভারত, যিনি মোট ৭ বার টুর্নামেন্ট জিতেছেন (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮)।
শ্রীলঙ্কা দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন, যিনি ৬ বার খেতাব জিতেছেন (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪, ২০২২)। পাকিস্তান তিনবার চ্যাম্পিয়ন হয়েছে (২০০০, ২০১২, ২০১৪)।
অন্যদিকে, বাংলাদেশ এখনও পর্যন্ত এশিয়া কাপ জিততে পারেনি, তবে কয়েকবার ফাইনাল বা সুপার ফোরে পৌঁছেছে।
সাল | চ্যাম্পিয়ন দেশ | রানার্স-আপ দেশ | ফরম্যাট | হোস্ট দেশ |
---|---|---|---|---|
১৯৮৪ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | সংযুক্ত আরব আমিরাত |
১৯৮৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ওডিআই | শ্রীলঙ্কা |
১৯৮৮ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | বাংলাদেশ |
১৯৯০-৯১ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | বাংলাদেশ |
১৯৯৫ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | সংযুক্ত আরব আমিরাত |
১৯৯৭ | শ্রীলঙ্কা | ভারত | ওডিআই | শ্রীলঙ্কা |
২০০০ | পাকিস্তান | শ্রীলঙ্কা | ওডিআই | বাংলাদেশ |
২০০৪ | শ্রীলঙ্কা | ভারত | ওডিআই | শ্রীলঙ্কা |
২০০৮ | শ্রীলঙ্কা | ভারত | ওডিআই | পাকিস্তান |
২০১০ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | শ্রীলঙ্কা |
২০১২ | পাকিস্তান | বাংলাদেশ | ওডিআই | বাংলাদেশ |
২০১৪ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ওডিআই | বাংলাদেশ |
২০১৬ | ভারত | বাংলাদেশ | ওডিআই | বাংলাদেশ |
২০১৮ | ভারত | বাংলাদেশ | ওডিআই | সংযুক্ত আরব আমিরাত |
২০২২ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ওডিআই | সংযুক্ত আরব আমিরাত |
২০২৩ | ভারত | শ্রীলঙ্কা | ওডিআই | শ্রীলঙ্কা |
সমাপনী
এশিয়া কাপ ২০২৫ গ্রুপ পর্বের খেলা সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের এই ওয়েবসাইটে এশিয়া কাপ ২০২৫ পয়েন্ট টেবিল সহ সর্বোচ্চ উইকেট কার সর্বোচ্চ রান কার এ সকল ইনফরমেশন পেয়ে যাবেন।
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত (UAE), ভেন্যুগুলোর মধ্যে রয়েছে দুবাই ও আবুধাবি
বাংলাদেশ এখনো এশিয়া কাপ জিততে পারেনি। তবে, তারা তিনবার ফাইনালে উঠেছে: ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে।
