টেলিটক বন্ধ সিম অফার ২০২৫ এবং টেলিটক বন্ধ সিম চালু করার নিয়ম

টেলিটক বন্ধ সিম অফার ২০২৫

আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আপনারা জানতে চেয়েছেন যে টেলিটক বন্ধ সিম অফার ২০২৫ এবং টেলিটক বন্ধ সিম চালু করার নিয়ম ও ব্যবহারের সুবিধা সমূহ। আজকে আমরা টেলিটক বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব।

তাছাড়া টেলিটক বন্ধ সিম চেক, বন্ধ সিমের আকর্ষণীয় অফার , বন্ধ সিম চালু করার নিয়ম ইত্যাদি।তাই টেলিটক বন্ধ সিমের অফার সম্পর্কে এ পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়ুন।

টেলিটক বন্ধ সিম অফার ২০২৫

টেলিটক বন্ধ সিম অফার২০২৫ আপনার টেলিটক সিম টি যদি টেলিটক বন্ধ সিমের অফারে থাকে তাহলে আপনিসিমটি একটিভ করলে পেয়ে যাবেন (৯ জিবি ইন্টারনেট সহ ২৫ মিনিট,যার মেয়াদ মেয়াদ ৭ দিন)

বর্তমানে টেলিটক সিম খুবই জনপ্রিয় একটি সিম। এই সিমের গ্রাহক এর পরিমাণ দিন দিন বেড়েই চলছে এবং জনপ্রিয়তাও বাড়ছে। তাছাড়া বিভিন্ন ধরনের সরকারি লেনদেন কাজকর্ম এই সিমের মাধ্যমে করা হয়।

আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই সিমটি ব্যবহার করেন কিন্তু এ সিমটি তারা নিয়মিত ব্যবহার করে না। গ্রাহকরা এই সিমটি অনেক সময় বন্ধ করে রাখেন। টেলিটক সিম ব্যবহারকারী গ্রাহকরা জানে না এ বন্ধ সিম চালু করলেই টেলিটক কোম্পানি তাদের জন্য কিছু আকর্ষণীয় অফারের ব্যবস্থা করে রেখেছে।

আপনি যদি টেলিটক বন্ধ সিমটি চালু করেন তাহলে আপনি এসব আকর্ষণীয় অফার গুলো পেয়ে যাবেন এবং আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।আরো পড়ুন-বাংলালিংক বন্ধ সিম অফার ২০২৫

টেলিটক বন্ধ সিমের অফারগুলো নিচে উল্লেখ করা হলো

  • টেলিটক বন্ধ সিম চালু করার সাথে সাথেই পেয়ে যাবেন 2 জিবি ইন্টারনেট ফ্রি। যার মেয়াদ থাকবে 7 দিন।
  • এ বন্ধ সিমের গ্রাহকরা যদি 10বারের অধিক পরিমাণ যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করে এবং এই নম্বরটিতে *111*2020# ডায়াল করে তাহলে সে পাবেন 2 জিবি ইন্টারনেট যার মেয়াদ 7 দিন এবং 90 দিনের জন্য 45 পয়সা/ মিনিট কলরেট এর বিশেষ সুবিধা।

জিপি বন্ধ সিম অফার ২০২৫

  • টেলিটক বন্ধ সিমের গ্রাহকরা 21 টাকা রিচার্জে করে এ নাম্বারে*111*21# ডায়াল করলেই পাবেন 1 জিবি ইন্টারনেট এটি ব্যবহার করতে পারবেন যত খুশি ততবার। যার মেয়াদ থাকবে 30 দিন ।
  • 23 টাকা রিচার্জে গ্রাহকরা *111*23# নাম্বারে ডায়াল করলে পাবেন 23 মিনিট ফ্রি, 23টা এসএমএস এবং 30 এমবি ইন্টারনেট। যার মেয়াদ থাকবে 3 দিন ।
  • 43 টাকা রিচার্জে করে গ্রাহকরা *111*43# নাম্বারে ডায়াল করলে পাবেন 4 জিবি ইন্টারনেট ও 40 মিনিট। এটি ব্যবহার করতে পারবেন যত খুশি ততবার। যার মেয়াদ থাকবে 7 দিন।
  • 109 টাকা রিচার্জে করে *111*109# নাম্বারে ডায়াল করলে পাবেন 5 জিবি ইন্টারনেট ও 100 মিনিট এবং এটি ব্যবহার করতে পারবেন যত খুশি ততবার। যার মেয়াদ থাকবে 7 দিন
  • তাছাড়া এ *111*45#  নাম্বারে ডায়াল করলে আপনি পাবেন 45 পয়সা/মিনিট।
টাকাসুবিধাডায়ালমেয়াদ
21টাকা 1জিবি*111*21# 30 দিন
23টাকা 23মিনিট+ 23এসএমএস+30 এমবি ইন্টারনেট *111*23#3 দিন
43টাকা 4জিবি*111*43# 7 দিন
109টাকা 5জিবি *111*109# 7 দিন
45পয়সা/মিনিট *111*45#

এ অফার গুলো শুধুমাত্র টেলিটক সিম ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।অন্য সিম বা অন্য অপারেটর ব্যবহারকারী গ্রাহকদের জন্য অফার গুলো প্রযোজ্য হবে না। (টেলিটক ওয়েবসাইট)

টেলিটক বন্ধ সিম অফার চেক

আপনারা যে কেউ টেলিটক বন্ধ সিম চেক করতে পারবেন। টেলিটক বন্ধ সিম চেক করা খুব সহজ।টেলিটক বন্ধ সিমটি চালু করতে হলে প্রথমে আপনাকে সিমটি ফোনে প্রবেশ করাতে হবে তারপর ফোনটি চালু করতে হবে।

প্রাথমিকভাবে আপনারা দেখবেন সিমটি ফোনে নেটওয়ার্ক পাচ্ছে কিনা।ফোনে সিমটি নেটওয়ার্ক না পেলে বুঝতে পারবেন আপনার টেলিটক সিম টি বন্ধ হয়ে গেছে।রবি বন্ধ সিম অফার ২০২৫

বন্ধ সিম অফার চেক করতে টেলিটক নম্বর থেকে 155মোবাইল নম্বর# ডায়াল করতে হবে। যোগ্য হলে অফারের বিস্তারিত জানা যাবে এবং অফার চলাকালীন ইচ্ছামতো বারবার নেওয়া যাবে।

টেলিটক বন্ধ সিম অফার শর্ত

  1. শুধুমাত্র সেই বন্ধ সিম গ্রাহকরা এই অফার পাবেন, যাদের সিম গত ৯০ দিন বা তারও বেশি সময় ধরে কোনো কল, এসএমএস, ডাটা বা অন্য কোনো কাজে ব্যবহার হয়নি।
  2. নির্দিষ্ট সময়ের মধ্যে একই প্যাকেজ আবার কিনলে অব্যবহৃত ডাটা যোগ হবে। অফারের দামে সব কর অন্তর্ভুক্ত, এবং ঘোষণা না দেওয়া পর্যন্ত অফার চলবে।

টেলিটক বন্ধ সিম চালু করার নিয়ম

আপনার টেলিটক সিম টি যদি টেলিটক বন্ধ সিম অফারের মধ্যে পড়ে তাহলে টেলিটক বন্ধ সিমটি চালু করতে বা এক্টিভ করতে প্রথমে ১৯ টাকা  রিচার্জ করুন তারপর ডায়াল করুন ১১১২০২৫#

আমরা জানি কোন সিম যখন দীর্ঘদিন ব্যবহার না করা হয় তখন সিমটি বন্ধ হয়ে যায় তেমনি । এই নিয়ম টেলিটক সিমের ক্ষেত্রেও প্রযোজ্য। দীর্ঘদিন বন্ধ থাকা সিম কার্ডটি চালু করার জন্য আমাদের কয়েকটি সঠিক পদ্ধতি অনুসরণ করলেই আমাদের বন্ধ টেলিটক চালু হয়ে যাবে।

তারপর আপনাকে সে বন্ধ সিমটি আপনার ব্যবহারকারী মোবাইল ফোনে প্রবেশ করিয়ে দেখুন নেটওয়ার্ক পাচ্ছে কিনা যদি সিমটি নেটওয়ার্ক পায় তাহলে বুঝতে পারবেন আপনার টেলিটক সিমটি বন্ধ হয়ে আছে। আপনি যদি টেলিটক বন্ধ সিমটি চালু করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে হেল্প লাইনে কল করতে হবে।

হেল্প লাইন নম্বর: ১২১ হেল্প লাইন (টেলিচার্জ )-852, হেল্প লাইন ( কর্পোরেট )-267,01550168303-4 অন্য কোনো অপারেটরের নম্বর যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 01500121121-9 (এক্ষেত্রে অপারেটরের চার্জ প্রযোজ্য হবে)।

শেষ কথা

উপরের বিস্তারিত আলোচনা সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে টেলিটক বন্ধ সিমের বিভিন্ন সুযোগ সুযোগ সুবিধা সম্পর্কে। তাই আমরা যারা দীর্ঘদিন এই সিমটি বন্ধ রেখেছি তারা অতি সত্বর বন্ধ সিমটি চালু করি এবং বিভিন্ন অফার উপভোগ করি। আমাদের প্রস্তুতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ।Airtel বন্ধ সিম অফার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *